Tumi Je Amar Thikana || Habib Wahid and Nancy || A MIX || Bangla New Song || 2017
Singer : Habib Wahid & Nancy.Album: Ahoban Release :2011 Bangla Lyrics :-মনের ভাষা বলেছি,সুখের আশা করেছিতোমাকে আমি পেয়েছি,এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।ভালোবেসেছি।জীবন জুড়ে তুমি থাকোনা,তুমি যে আমার ঠিকানাতোমায় নিয়ে যত ভাবনা,এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।মনের ভাষা বলেছি,সুখের আশা করেছিতোমাকে আমি পেয়েছি,ভালোবেসেছি।মেহেদী রাঙা এই দু'হাতে,রাখি তোমায় জড়িয়েহাসিতে আর ফুল সোহাগে দেব ভরিয়ে।একটি দুটি মায়াবী রাতে,কি যে আলো জ্বালিয়েমন যেতে চায়,তাই মন দিয়েছি।বলিনি আমি তোমাকে ছাড়া,যাবো অন্য পথেতুমি যেওনা যেন আমার আড়ালেজীবন জুড়ে তুমি থাকোনাতুমি যে আমার ঠিকানাতোমায় নিয়ে যত ভাবনাএই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।মনের ভাষা বলেছি,সুখের আশা করেছিতোমাকে আমি পেয়েছি,ভালোবেসেছি।বন্ধু হলাম দুঃখ রাতে,তুমি আমি দুজনেহয়তো সেই ভুল আধারে,পাবো আলো জীবনেকখনো রোদ ইন্দ্রধনু আমাদের বাগানেকখনো আসে যায় সঙ্গোপনে।বলিনি আমি তোমাকে ছাড়া,যাবো অন্য পথেতুমি যেওনা যেন আমার আড়ালেজীবন জুড়ে তুমি থাকোনাতুমি যে আমার ঠিকানাতোমায় নিয়ে যত ভাবনাএই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।মনের ভাষা বলেছি,সুখের আশা করেছিতোমাকে আমি পেয়েছি,ভালোবেসেছি।