এক পায়ে নুপুর আমার-Ek Paye Nupur Amar | Lyrics | Topu and Anila
Song Name: এক পায়ে নুপুর আমার- Ek Paye Nupur AmarArtiste : Topu and AnilaMusic Director : TopuLyricist : TopuAlbum : Third Person Singular Numbersong lyrics:এক পায়ে নুপুর আমারঅন্য পা খালিএক পাশে সাগর , এক পাশে বালিতোমার ছোট তরী বলনেবে কি ?বলবনা আকাশের চাদ এনে দেববলবনা তুমি রাজকন্যাসুধু জিগ্গেস করি দিবে কি পাড়ি হোক যত ঝড় বন্যাআমার ছোট তরী বল যাবে কি ?নয় মিছে আশা, নয় সুধু ভালবাসানয় অকারণ প্রেমে অন্ধজানি তুমি আমিআমাদের তরী আজো বায় এক বন্ধুত্বতোমার ছোট তরী বল নেবে কি ?চাদের আলো যদি ভালো লাগেকাল হয়ে যায় ঝাপসাতোমার এ তরী যদি চলে যায় ফিরে আর আসবেনাযত ভালোবাসী তারেদুরে রয়ে যাব, তত আমি জেনেছিএক পায়ে নুপুর তোমারঅন্য পা খালিএক পাশে সাগর , এক পাশে বালিতোমার ছোট তরী বলনেবে কি ?PLEASE LIKE, COMMENT AND SHARE.